কোন্নগর বইমেলায় (Konnagar Book Fair) প্রায় প্রতিদিনই জনতার ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। মঙ্গলবার রাতেই মেলার মধ্যে ঘটল একটি চাঞ্চল্যকর ঘটনা। এক যুবককে ঘিরে ধরে মারধর করল কয়েকজন তরুণী। জানা যাচ্ছে, এক মহিলা বাহিনীর এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়, আর সেই কারণেই প্রতিশোধ নিতে যুবককে ভরা মেলায় ঘিরে ধরে চরাও হয় কয়েকজন মহিলা। শেষমেশ পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে। ঘোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।
ঘটনার নেপথ্যে কারণ
হুগলির রিষড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে বেশ কয়েকবছর ধরে সম্পর্ক ছিল ওই মহিলার। দুজনেই বিবাহিত এবং পরকীয়া সম্পর্ক বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই ছিল। এরপর দুজনের সিদ্ধান্ত নেন যে বিবাহিত সম্পর্কে ভেঙে দুজনে এক হবে। কিন্তু যেমন কথা তেমন কাজ হয়নি। বিবাহিত সম্পর্কগুলি ভাঙতে একাধিক জটিলতার সম্মুখীন হয় দুজনে। আর তারপরেই বিষ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই যুগল। কিন্তু শেষ মুহূর্তে ওই তরুণী বিষপান করলেও তরুণ পিছিয়ে আসে। তবে মৃত্যু হয়নি মহিলার। চিকিৎসকদের চেষ্টায় শেষরক্ষা হয় ওই মহিলার। এদিকে প্রেমিকা বেঁচে ফিরে এসেছে দেখেই ভয়ে সোশ্যাল মিডিয়া থেকে যুবক মহিলাকে ব্লক করে।
পুলিশি হস্তক্ষেপ
তবে এদিন মেলা আচমকাই মহিলা ওই যুবককে দেখতে পায়। আর তারপরেই নিজের বান্ধবীদের নিয়ে যুবকের ওপর চড়াও হয় সে। বেধড়ক মার খায় সে। শেষমেশ ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষকেই ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। যদিও একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।