মুম্বই, ৮ জানুয়ারি: চুল পড়ে যাচ্ছে। এক নাগাড়ে চুল পড়ে (Hair Loss) মাথা প্রায় টাক হয়ে যাচ্ছে অনেকের। এবার এমনই ছবি দেখা যাচ্ছে মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানায় (Buldhana)। বন্দগাঁও, কালওয়াড, হিঙ্গানা গ্রামের অনেক বাসিন্দার ক্রমাগত চুল পড়তে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, মাত্র ৩ দিনের মধ্যে বুলধানার একাধিক গ্রামের মানুষের চুল পড়ে যেতে শুরু করেছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফলে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরকে খবর দেওয়া হলে, তাঁরা খোঁজ শুরু করেন প্রকৃত কারণের। তবে এখনও চুল পড়ে যাওয়ার প্রকৃত কারণ সম্পর্কে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা কিছু জানাতে পারেননি।
স্থানীয়দের অনেকের কথায়, বুলধানার একাধিক গ্রামে প্রথমে কিছু মানুষের মাথা চুলকাতে শুরু করে। এরপর চুল সোজা হয়ে যাওয়া হয় শুরু। তৃতীয় দিনে মাথার সমস্ত চুল পড়ে বহু মানুষ কার্যত নেড়া হয়ে যাচ্ছেন বলে খবর। কী কারণে পরিণতি হচ্ছে ওই সমস্ত গ্রামের মানুষের সঙ্গে, সে বিষয়ে কিছু জানা যয়ানি। তবে যাঁরা এই ঘটনার শিকার, সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসকের পরামর্শ নেন, সে বিষয়ে জানানো হচ্ছে।
দেখুন বুলধানা গ্রামের মানুষের চুল কীভাবে পড়ে যাচ্ছে...
প্রথমে শ্যাম্পুর জেরে এই দশা হচ্ছে বলে কিছু চিকিৎসক মনে করেন। তবে এমন অনেকে চুল পড়ে টাক হয়ে যায়, যাঁরা শ্যাম্পু কখনও ব্যবহারও করেননি। আর এখানেই এই চিন্তা থেকে থামতে হচ্ছে চিকিৎসকদের। কী কারণে এই ধরনের পরিস্থিতি তৈর হচ্ছে, সে বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।