দিল্লি, ৮ জানুয়ারি: হামাসকে চূড়ান্ত সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার (US) মসনদে তাঁর বসার আগে হামাসকে (Hamas) সমস্ত ইজরায়েলি পণবন্দিকে মুক্ত করতে হবে। না হলে মধ্যপ্রাচ্যের চরম দুর্গতি।মার্কিন মুলুকে প্রেসিডেন্ট পদে বসার আগে হামাসকে এভাবেই চরম সতর্ক করলেন ট্রাম্প। প্রসঙ্গত ২০ জানুয়ারি আমেরিকার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই গাজায় লুকিয়ে থাকা জঙ্গিদের প্রতি চরম সতর্কতা প্রকাশ করলেন ট্রাম্প।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, হামাস যা করছে, তা তাদের পক্ষে ক্ষতিকর। হামাস কেন, এই ধরনের কাজ যারা করবে, তাদের প্রত্যেকের জন্য তা ক্ষতিকারক বলে ট্রাম্প মন্তব্য করেন। এরপরই তিনি হুঙ্কার ছাড়েন, ভবিষ্যতে যেন আর কোনও ধরনের ৭ অক্টোবরের হামলার মত ঘটনা না ঘটে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামস এবং নির্মম হত্যালীলা চালায়। যা দেখে কেঁপে ওঠে প্রায় গোটা বিশ্ব।
৭ অক্টোবর হামাস যেমন ইজরায়েলে হত্যালীলা চালায়, সেই সঙ্গে পণপন্দি করে প্রায় ১৪০০ মানুষকে। যা নিয়ে দর কষাকষি অব্যাহত। এবার সেই পণবন্দি হওয়া ইজরায়েলিদের মুক্তির জন্য জোরদার হুঙ্কার ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প।