নয়াদিল্লি : স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে (Tenerife)। সেখানে গত বুধবার পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার ৮০০ হেক্টর (৪৪৫০ একর) এলাকাজুড়ে ছড়িয়ে যায় আগুন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। প্রেস রিপোর্ট অনুসারে, ২৫০ জন দমকলকর্মী নিয়ন্ত্রণের বাইরে থাকা দাবানলটি নেভানোর জন্য লড়াই করছেন। এখনও পর্যন্ত আগুন পাহাড়ি স্থানে রয়েছে, আশেপাশের আবাসিক এলাকায় এটিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করতে লড়াই করছে দমকলকর্মীরা। আরও পড়ুন : Hawaii Wildfire: হাওয়াইয়ের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৮৯, দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল এখনও জ্বলছে
কত বড় আকার নিয়েছে এই দাবানল?
২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে।
দেখুন টুইট
In Europe, the Spanish island of #Tenerife is battling a #wildfire that flared up Wednesday in a mountainous national park. The blaze spread to 1800 hectares in 24 hours. 14 aircraft and over 200 firefighters and military personnel have been deployed. #Planetmatters pic.twitter.com/hz0YPb970r
— CGTN Global Watch (@GlobalWatchCGTN) August 17, 2023
Some scary scenes coming out of Tenerife in the Canary Islands, Spain as an out-of-control wildfire continues to grow. The fire is now exhibiting extreme fire behaviour due to very dry conditions. A mandatory evacuation is in effect for villages threatened by the wildfire. pic.twitter.com/fE6pW0TXzm
— Nahel Belgherze (@WxNB_) August 16, 2023
[13:26h] This video from last night of #IFArafoCandelaria on #Tenerife is just f..ing insane, but shows the pure power of this fire.
Airport #TFN Tenerife north is currently operating. pic.twitter.com/wkiNzcRcUF
— Roger (@efadi_LP) August 16, 2023