Syria Situation (Photo Credit: X)

সিরিয়া (Syria) ছেড়ে বাশার আল-আসাদ (Bashar Al-Assad) পালাতেই সেখানে হামলা শুরু করে ইজরায়েল। নেতানিয়াহু বাহিনীর পর এবার সিরিয়ায় তুরস্কও হামলা শুরু করেছে। তুরস্কের হামলার জেরে সিরিয়ার বহু অংশে যেমন বিদ্যুৎ ব্যবস্থা ছিন্ন হয়ে গিয়েছে তেমনি জলের লাইনও কেটে পড়তে শুরু করেছে। হামলার জেরে তুরস্কের একাধিক অংশে জলের লাইন কেটে গিয়েছে বলে খবর। ফলে সিরিয়ায় কার্যত দলের হাহাকার শুরু হয়েছে। উত্তর-পূর্ব সিরিয়ায় হামলা চালানোর জেরেই সেখানে বিদ্যুৎ এবং জলের লাইন কেটে যায় বলে খবর। যার জেরে বিপর্যস্ত সিরিয়ার বহু মানুষ। সিরিয়ায় হামলার জেরে যেভাবে জল এবং বিদ্যুতের লাইন কেটে যায়, তার জেরে রাষ্ট্রসংঘের তরফে এমনও কোনও মন্তব্য করা হয়নি। ইন্টারন্যাশানাল কোর্ট অফ জাস্টিজও চুপ করেই রয়েছে। ফলে সিরিয়ার বহু মানুষ বিপদে পড়তে শুরু করেছেন।

তুর্কীর হামলায় সিরিয়ার কাটল জল, বিদ্যুতের লাইন...