সিরিয়া (Syria) থেকে পালিয়ে রাশিয়ায় (Russia) আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ (Bashar Al-Assad)। বাশার দেশ ছড়তেই দামাস্কাস (Damascus) বিদ্রোহীদের দখলে চলে যায়। আসাদের দেশ ছাড়ার পর সিরিয়ায় হামলা শুরু করেছে ইজরায়েল। সিরিয়ায় যাতে হামাস, হেজবুল্লার মত জঙ্গি সংগঠন কোনওভাবে ঘাঁটি গড়তে না পারে, তার জন্য ইজরায়েল হামলা করছে বলে দাবি করা হয় নেতানিয়াহুর তরফে। এসবের মাঝে এবার একটি ভিডিয়ো সামনে এল, যা দেখে বিরক্তি প্রকাশ করা হয় প্রায় গোটা বিশ্বর মানুষের তরফে। বাশার দেশ ছাড়ার পর সিরিয়ার খারধারায় আসাদের বাবা হাফিস আল-আসাদের যে সমাধি ছিল, বিদ্রোহীরা তা জ্বালিয়ে দিয়েছে। খারদাহায় হাফিজ আল-আসাদের সমাধি দাউ দাউ করে জ্বলতে দেখে, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সিরিয়া বিদ্রোহীদের হাতে যাওয়ার পর খারদাহায় হাফিজ আল-আসাদের সমাধিক্ষেত্র জ্বলতে দেখে, তা নিয়ে চিন্তা প্রকাশ করেন বহু মানুষ।
আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিক্ষেত্র জ্বালিয়ে দিল বিদ্রোহীরা...
JUST IN - Tomb of Assad's father set on fire in Syria hometown
— Insider Paper (@TheInsiderPaper) December 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)