Syria Situation (Photo Credit: X)

দিল্লি,১১ ডিসেম্বর: সিরিয়া (Syria) ছেড়ে বাশার আল-আসাদ (Bashar Al-Assad) পালাতেই সেখানে জোর কদমে হামলা শুরু করল ইজরায়েল (Israel)। আসাদ সিরিয়া ছাড়তেই ইজরায়েল গত ২ দিনের মধ্যে ৪৮০বার হামলা চালিয়েছে বলে খবর। আকাশ পথে সিরিয়ায় এক নাগাড়ে হামলা চালাচ্ছে আইডিএফ। আকাশ পথে হামলার পাশাপাশি সেনা বাহিনীও গোলান হাইটস থেকে সিরিয়ার মূল ভূখণ্ডে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে খবর। সিরিয়ার যে সমস্ত বায়ুসেনা ঘাঁটি রয়েছে, সেখানে আকাশ পথে হামলা শুরু করেছে আইডিএফ।

আরও পড়ুন: Israel-Hamas War: সিরিয়া থেকে লেবাননে একটানা রক্তক্ষয়ী হামলা ইজরায়েলের, গাজায় ১৯ জনকে খতম করল আইডিএফ

বাশার সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বপরিবারে। আসাদ সিরিয়া ছাড়তেই দামাস্কাস দখল করে বিদ্রোহী তাহরির আল-শাম নামে বিদ্রোহী গোষ্ঠী। যারা মূলত ইসলামপন্থী হিসেবে পরিচিত। তাহরির দামাস্কাসের দখল নিতেই সাংবাদিকদের মুখোমুখি হন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, সিরিয়ায় যাতে হামাস, হেজবুল্লা ঘাঁটি গড়তে না পারে, ইরান ক্ষমতা প্রদর্শন করতে না পারে, তার ব্যবস্থা ইজরায়েল করবে। মধ্যপ্রদেশের মুখ বদলে দেওয়া হবে বলেও মন্তব্য করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর বক্তব্যের পর থেকেই সিরিয়ায় ৪৮০বার ইজরায়েল হামলা চালায় বলে খবর। যার মধ্যে ৩৫০বার আকাশ পথে হামলা চালানো হয়েছে বলে খবর।

ইজরায়েল কীভাবে সিরিয়ায় একটানা হামলা শুরু করেছে দেখুন...

 

আইডিএফের হামলায় কাঁপছে সিরিয়া...

 

সিরিয়ায় যেভাবে ইজরায়েল হামলা শুরু করেছে, তার জেরে মধ্যপ্রাচ্যের ওই দেশের মানচিত্র কার্যত বদলে যেতে শুরু করেছে। বাশার আল-আসাদ সিরিয়া ছাড়তেই সেখানে যাতে কোনওভাবে হেজবুল্লা, হামাসের মত জঙ্গি গোষ্ঠী নিজেদের আস্তানা গড়তে না পারে, তার চেষ্টা ইজরায়েল করবে। সিরিয়ার সঙ্গে ইজরায়েল সীমান্ত ভাগ করে গোলান হাইটসের মাধ্যমে। ফলে সিরিয়ায় জঙ্গিরা নিজেদের প্রভাব বিস্তার করলে, তার প্রভাব ইজরায়েলের উপর পড়বে। ফলে ইজরায়েল কোনওভাবেই সিরিয়াকে মৌলবাদীদের হাতে যেতে দেবে না বলে জানানো হয় নেতানিয়াহুর তরফে।