Gaza War (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১১ ডিসেম্বর: ফের গাজায় (Gaza) হামলা শুরু করল ইজরায়েল (Israel)। এবার ফের গাজার একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইজরায়েল। যার জেরে পরপর ১৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১৯ জনের মৃত্যুর পাশাপাশি ঠিক কতজন আহত, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ধারনা মেলেনি। তবে গাজায় হামলায় যে ১৯ জনের মৃত্যুর খবর মিলছে, তার জেরে প্যালেস্তাইনের (Palestine) ওই অংশে এখনও পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে সে দেশের তরফে দাবি কার হয়েছে। যদিও ইজরায়েলি সেনার (IDF) তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পালটা মন্তব্য করা হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলা চালায় ইজরায়েলে। ৭ অক্টোবরের হামলার পরদিন থেকেই গাজায় হামাসের খোঁজে একের পর এক হামলা শুরু করে ইজরায়েল। যা এখনও অব্যাহত। হামাস জঙ্গিদের খতম করতে ইজরায়েল যেভাবে গাজায় একটানা সাধারণ মানুষের উপর হামলা শুরু করেছে,যা নিন্দা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। ইজরায়েল এখনই এই হামলা বন্ধ করুক বলে একাধিকবার দাবি করা হয়েছে রাষ্ট্রসংঘের তরফেও।

আরও পড়ুন: Israel Attacks Syria: মুহুর্মুহু কাঁপছে দামাস্কাস, এখনই সিরিয়ায় হামলা বন্ধ করুক ইজরায়েল, রাষ্ট্রসংঘের কড়া বার্তা

এমনকী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাষ্ট্রসংঘ। গাজায় পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। এমন অভিযোগও করা হয় রাষ্ট্রসংঘরে তরফে।