Israel Attacks Syria Again (Photo Credit: X)

দিল্লি, ১০ ডিসেম্বর: বাশার আল আসাদ (Bashar Al-Assad) পালাতেই সিরিয়ায় (Syria)হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বপরিবারে। প্রাণ বাঁচাতে আসাদ যখন রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, সেই সময় দামাস্কাসে বার বার হামলা চালাচ্ছে ইজরায়েল। দামাস্কাসে (Damascus) আকাশ পথে একের পর এক আছড়ে পড়ছে ইজরায়েলের বোমা। ফলে দামাস্কাস কেঁপে উঠতে শুরু করেছে। ইজরায়েলের একাধিক হামলায় দামাস্কাস কাঁপতে শুরু করেছে। যা নিয়ে ফের আন্তর্জাতিক উত্তাপ বাড়ছে। সিরিয়ায় যাতে হামলা বন্ধ করে ইজরায়েল, সেই আবেদন জানানো হল রাষ্ট্রসংঘের তরফে। আইডিএফকে এখনই সিরিয়ায় হামলা বন্ধ করতে হবে। এবার এমনই হুমকি দিলেন সিরিয়ায় থাকা রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি। ইজরায়েল যেভাবে হামলা চালাচ্ছে,তার কড়া নিন্দা করা হয় রাষ্ট্রসংঘের তরফে। পাশাপাশি ইজরায়েলকে এখনই এই হামলা বন্ধ করতে হবে বলেও স্পষ্ট জানানো হয়।

সিরিয়ার বায়ুসেনা ঘাঁটিতে হামলা ইজরায়েলের...

 

আরও পড়ুন: Syria: আসাদ পালাতেই সিরিয়ায় জোরদার হামলা শুরু করল ইজরায়েল, ভূমিকম্পের মত ক্রমাগত কাঁপছে দামাস্কাস, দেখুন ভিডিয়ো

এদিকে সিরিয়ায় হামলা চালানোর খবরকে মিথ্য বলে দাবি করা হয় ইজরায়েলের তরফে। আইডিএফের মুখপাত্র বলেন, গোলান হাইটসে রয়েছে ইজরায়েলি বিমান। তারা কোনওভাবে সিরিয়ার রাজধানী দামাস্কাসে হালায়নি বলে পালটা দাবি করা হয়। প্রসঙ্গত ১৯৬৭ সালে সিরিয়ার কাছে থেকে গোলান হাইটস ছিনিয়ে নেয় ইজরায়েল। গোলান হাইটস ছিনিয়ে নেওয়ার পর ১৯৮১ সালে ওই অঞ্চলকে ইজরায়েল নিজের এলাকার সঙ্গে সংযুক্ত করে।

শুধু তাই নয়, গোলান হাইটসে ইজরায়েলি সেনা রয়েছে। নিজের দেশের সুরক্ষার কথা ভেবেই ইজরায়েলি সেনা গোলান হাইটসে রয়েছে। যার সঙ্গে দামাস্কাসে হামলা চালানোর কোনও বিষয় সংযযুক্ত নেই। দামাস্কাসে ইজরায়েল হামলা চালায়নি বলে দাবি করা হয় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের তরফে।