দিল্লি, ১২ ডিসেম্বর: সিরিয়ায় (Syria) যে ৭৫ জন ভারতীয়র (Indians) থাকার খবর রয়েছে, তাঁদেের প্রত্যেককে নিরাপদে রাখা হয়েছে। এই ৭৫ জনের মধ্যে থেকে এক গাজ়িয়াবাদের বাসিন্দা প্রথম দেশে ফিরলেন সিরিয়া থেকে। সিরিয়া থেকে দেশে ফিরে ভারত (India) সরকারকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি। রবি ভূষণ নামে ওই ব্য়ক্তি দেশে ফেরার পর জানান, কীভাবে ভারতীয় দূতাবাস সিরিয়ায় থাকা ভারতীয়দের পাশে দাঁড়ায়। সিরিয়ায় থাকা প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করে নিরাপদে রাখার ব্যবস্থা করেছে ভারতীয় দূতাবাস।
ভারতীয় দূতাবাসের তরফে সিরিয়ায় থাকা প্রত্যেক ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁদের ফোন করা হচ্ছে। ভারতীয়রা কোথায় রয়েছেন, তার খোঁজ করে তাঁদের কুশল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান গাজ়িয়াবাদের বাসিন্দা রবি ভূষণ।
সিরিয়ায় যে ভারতীয় দূতাবাস রয়েছে, প্রত্যেক সময়ে তাদের তরফে যোগাযোগ রাখা হচ্ছে। কারও খাবার বা জলের অভাব হলে, ভারতীয় দূতাবাস ততক্ষণাৎ তার ব্যবস্থা করছে। কোনও ভারতীয়কে কোনওভাবে অসুবিধায় রাখছে না দূতাবাস। সমস্ত ধরনের ব্যবস্থা ভারতীয় দূতাবাসের তরফে করা হচ্ছে বলে রবি ভূষণ জানান। সিরিয়ার পাশাপাশি লেবাননের ভারতীয় দূতাবাসও সক্রিয়। লেবাননে থাকা দূতাবাসের তরফেও নাগরিকদের ফেরানোর কাজ শুরু হয়েছে বলে জানান সদ্য দেশে ফেরা রবি।
সিরিয়ায় থাকা অন্য অনেক দেশের নাগরিকদের ভুগতে হচ্ছে। তবে কোনও ভারতীয়কে যাতে অসুবিধার মধ্যে থাকতে না হয়, তার সব ধরনের ব্যবস্থা ভারতীয় দূতাবাসের তরফে করা হচ্ছে বলে রবি ভূষণ জানান দেশে ফেরার পর।
বর্তমানে সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ। প্রকাশ্য রাস্তায় গুলি চালানো হচ্ছে। ব্যাঙ্ক লুঠপাট হচ্ছে। দামাস্কাস-সহ গোটা সিরিয়ায় ভয় বিরাজ করছে। সেই সঙ্গে রয়েছে বিদ্রোহীদের দাপাদাপি। বিদ্রোহীরা প্রকাশ্য গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। হোটেলে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। সর্বত্র যেন মানুষকে আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে। সামনের কয়েকদিনে এই আতঙ্ক, ভয় আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন রবি।