Israeli Attacks (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১২ ডিসেম্বর: বাশার আল-আসাদের (Bashar Al-Assad) সিংহাসন টলতেই এবার সিরিয়ায় (Syria) হামলা চালাচ্ছে ইজরায়েল (Israel)। গোলান হাইটসে হাজির হয়ে ইজরায়েলি সেনা বাহিনী ক্রমশ হামলা চালানোর পরিকল্পনা করছে। সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে যাতে হামলা চালানো যায়, সেই পরিকল্পনাই করছে ইজরায়েল। গোলান হাইটসে তৈরি আইডিএফ। ফলে যে কোনও মুহূর্তে সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করতে পারে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা বাহিনী। ফলে ইজরায়েল সীমান্তে বসবাসকারী সিরিয়ানদের নাভিশ্বাস উঠতে শুরু করেছে হামলার ভয়ে। বাশার আল-আসাদ সিরিয়া ছাড়ার পর থেকেই দামাস্কাসে হামলা শুরু করেছে ইজরায়েল। দামাস্কাসে বায়ুসেনার ঘাঁটি থেকে শুরু করে গবেষণাকেন্দ্র, সিরিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ ভবনে বোমা ফেলছে এবং হামলার পরিকল্পনা শুরু করেছে ইজরায়েল। যা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। ইজরায়েল যাতে শিগগিরই এই হামলা বন্ধ করে, সে বিষয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে।

ইজরায়েল কীভাবে হামলা শুরু করেছে দেখুন...

 

আরও পড়ুন: Syria: জ্বলছে মধ্যপ্রাচ্য; বিদ্রোহীদের দাপাদাপি সিরিয়ায়, বাশার আল-আসাদের বাবার সমাধি জ্বালিয়ে দেওয়া হল, দেখুন ভিডিয়ো

তবে বেঞ্জামিন নেতানিয়াহুর স্পষ্ট জানান, সিরিয়া যাতে হামাস এবং হেজবুল্লার কবজায় না যায়, তার চেষ্টা তাঁরা চালাবেন। সেই সঙ্গে ইরানও যাতে সিরিয়ায় ঘাঁটি তৈরি করতে না পারে, তার চেষ্টা ইজরায়েল করবে বলে জানানো হয়। পাশাপাশি তারা এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার প্রচেষ্টা করছেন বলেও স্পষ্ট সতর্কবার্তায় জানানো হয়। যা নিয়ে মধ্যপ্রাচ্যের উত্তাপ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।