আলেপ্পো শহর ঘনিষ্ঠ আল-বাব শহরের উপকণ্ঠে দেখা গেল এক অদ্ভুদ ছবি। সিরিয়ার (Syria) আল-বাব শহরের উপকণ্ঠে এক সিরীয় তরুণকে দেখা গেল মাইন সরাতে। মাটি খুঁড়ে আল-বাব শহর থেকে মাইন সরাতে দেখা যায় ওই তরুণকে। ওই সিরীয় তরুণ যখন মাইন অপসারণের কাজ করছিলেন, তার রেকর্ডিং করেন কেউ। পরে সেই ভিডিয়োও ভাইরাল হয়ে যায়। সিরিয়া ছেড়ে বাশার আল-আসাদ (Bashar Al-Assad) পালানোর পর দেখা যায়, আলেপ্পোর আল-বাব শহরের কাছে মাইন বিছানো রয়েছে। আসাদ বাহিনী অত্যন্ত সুনিপুণভাবে যে মাইন পাতিয়ে রেখে যায় আল-বাব শহরে, এলার সেটিই সরাতে দেখা যায় সিরিয়ার ওই তরুণকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে হইচই শুরু হয়ে যায়। প্রসঙ্গত বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। বর্তমানে রাশিয়ার কোনও শহরে পুতিনের অতিথি হিসেবে রয়েছেন। সিরিয়া যখন বিদ্রোহীদের দখলে চলে যায়, সেই সময় স্বপরিবারে রাশিয়ায় চলে যান বাশার আল-আসাদ।

আরও পড়ুন: Syria: আসাদ পালাতেই সিরিয়ায় হামলা তুরস্কের, বিদ্যুৎ, জলের লাইন কাটায় হাহাকার সাধারণ মানুষের

দেখুন  আব-বাব শহরে কীভাবে মাইন পাতিয়ে রেখে যায় আসাদ বাহিনী...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)