ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা 'স্টারলিঙ্ক'(Starlink Satellite)-এর নয়া নজির। মহাকাশে এখন যত স্যাটেলাইট (Satellite) বা কৃত্রিম উপগ্রহ ভেসে বেরাচ্ছে, তার ৬৪ শতাংশই মাস্কের (Elon Musk) কোম্পানির। স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার ১০৩টি দেশে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে মাস্কের সংস্থা। আফ্রিকার বিভিন্ন দেশে এমন বেশ কিছু জায়গায় স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা মিলছে যেটা আগে ভাবা যায়নি। গভীর সমুদ্রে, আকাশে সফরকালীন যাত্রীবাহী বিমানেও হাইস্পিড পরিষেবা মিলছে স্টারলিঙ্ক স্যাটেলাইট পরিষেবা। আর এইসবই সম্ভব হচ্ছে আকাশে অসংখ্যা স্যাটেলাইট পাঠিয়ে।
স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বিষয়ে নাসাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে মাস্কের সংস্থা।
মহাকাশে ছেয়েছে স্যাটেলাইট
OVER 65% OF THE WORLD’S SATELLITES ARE STARLINK@elonmusk:
“.”
It’s a breathtaking achievement, and it continues to beg the question of why the U.S isn’t supporting them in helping to connect rural… pic.twitter.com/UP4sdFJlAh
— Mario Nawfal (@MarioNawfal) September 21, 2024
মহাকাশ পর্যটনও শুরু করে দিয়েছে মাস্কের সংস্থা। এবার তাদের লক্ষ্য বছর দশকের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানো।