South Korea Unrest. (Photo Credits:: X)

সিওল, ৩ ডিসেম্বর: একেবারে চমকপ্রদ কায়দায় দক্ষিণ কোরিয়ায় জরুরী অবস্থায় জারি করলেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল (President Yoon Suk Yeol)। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের হয়ে কাজ করছে দেশের বিরোধী দলের নেতারা! এমন যুক্তি দেখিয়ে দেশকে বাঁচাতে সামরিক আইন জারি করলেন দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট ইয়ন। গত চার দশকে এমন ঘটনা ঘটেনি দক্ষিণ কোরিয়ায়। দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে ইউন সুক-ইওল বলেন, ‘উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।’

'মার্শিয়াল ল'জারির পর রাজধানী সিওলের রাস্তা সেনার দখলে। আগামী কয়েক দিন দেশে কোনওরকম রাজনৈতিক কার্যকলাপ, সভা করা নিষিদ্ধ করা হয়েছে। কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

দেখুন খবরটি

দেশের পার্লামেন্ট সহ সব সরকারী অফিসের বাইরে সেনা জওয়ানরা। আকাশ পথে শয়ে শয়ে হেলিকপ্টার থেকে নেমে দেশের বিভিন্ন প্রান্তে নামছেন কোরিয়ান সেনারা। সাধারণ মানুষ 'মার্শিয়াল ল' ভাঙলে জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। 'মার্শিয়াল ল'-এর বিরুদ্ধে পথে নামা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়া বারবার আক্রমণের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়াকে। কিমের দেশ থেকে সীমান্ত পেরিয়ে ড্রোনও উড়ে এসেছে দক্ষিণ কোরিয়ায়। সেই হামলার মাঝে দক্ষিণ কোরিয়ায় তৈরি হল চরম অচলাবস্থা।