
নয়াদিল্লিঃ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সুনীতা উইলিয়ামস(Sunita Williams) ও ব্যারি বুচ উইলমোরের(Butch Wilmore) পৃথিবীতে ফেরা। কয়েকদিন আগেই সুখবর শুনিয়েছিল নাসা। জানা গিয়েছিল আগামী ১৬ মার্চ পৃথিবীতে ফিরবেন সুনীতারা। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে গেল তাঁদের ফেরা। সূত্রের খবর, সুনীতাদের ফেরাতে এলন মাস্কের স্পেস এক্স এবং নাসার যৌথ উদ্যোগে যে ‘ক্রু-১০ মিশন’ লঞ্চ হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে গিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে এই মিশন বাতিল হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। স্পেস এক্স ও নাসা একটি বিবৃতিতে জানিয়েছে, রকেট লঞ্চপ্যাডের একটি ত্রুটির জন্যই বাতিল করতে হয়েছে এই বিশেষ মিশন।
বাতিল মিশন, আপাতত পৃথিবীতে ফিরছেন না সুনীতারা
জানা গিয়েছে, এদিন কেনেডি স্পেস সেন্টার থেকে ওড়ার কথা ছিল ফ্যালকন রকেট ৯-এর। কিন্তু ওড়ার ঠিক আগেই হাইড্রলিক সিস্টেমে সমস্যা দেখা দেয়। আর সেই কারণেই বিপদ এড়আতে বাতিল করা হয় এ মিশন। ফের কবে সুনীতা ও বুচকে ফেরাতে উড়বে রকেট তা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জুন ১০ দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সহযোগী ব্যারি বুচ উইলমোর। এরপরই কিছু যান্ত্রিক ত্রুটি ও সমস্যার জেরে স্পেস স্টেশনে আটকে পড়েন তাঁরা। বারবার তাঁদের ফেরানোর পরিকল্পনা হলেও শেষমেশ তা ভেসতে যায়। এবার স্পেস এক্স-এর ড্রাগন স্পেস ক্রাফটে করে সুনীতাদের পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা করে হলে, শেষমেশ তাতেও সাফল্য এল না।
ফের পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরা
Sunita Williams, Butch Wilmore To Further Stay in Space as NASA and SpaceX Delay Mission Meant to Bring Back Astronauts Stranded on ISShttps://t.co/BjtmAwenxa#SunitaWilliams #NASA #ButchWilmore #US #SpaceX
— LatestLY (@latestly) March 13, 2025