এমপক্স (Mpox) নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO)-এর সাবধানবাণী ও স্বাস্থ্যে জরুরী অবস্থা ঘোষণা করার পর নড়চড়ে বসেছে বিভিন্ন দেশ। আফ্রিকার বেশ কয়েকটি দেশে মহামারীতে পরিণত হওয়ার পর এমপক্স বা মাঙ্কি পক্স ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এম পক্স ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলেছে পাকিস্তান, ইন্দোনেশিয়ায়। এই আশঙ্কার মাঝে এম পক্স ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত গবেষণা চলছে। সিঙ্গাপুরে এম পক্স ভ্যাকসিনে অনুমোদনও দেওয়া হল। ডেনমার্কের বায়োটেক কোম্পানি বাভারিয়ান-এর এমপক্স ভ্যাকসিন জাইনিয়োস ১৮ বছর ও তার বেশী বয়সীদের দেওয়য়া যাবে বলে জানাল সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক।
আফ্রিকা মহাদেশের বাইরে অতি সংক্রামক এমপক্স ভাইরাস সংক্রমণের প্রথম দেশ হয় সুইডেন। আক্রান্ত রোগী, আফ্রিকা অঞ্চলে গিয়ে সংক্রমিত হন বলে মনে করা হচ্ছে।
এমপক্স ভ্যাকসিনে অনুমোদন সিঙ্গাপুরের
🇸🇬
Danish biotech company Bavarian Nordic said its mpox vaccine Jynneos had been approved by Singapore's medicines regulatory authority for use in the country.
The vaccine was approved to prevent smallpox and mpox in individuals aged 18 or older… pic.twitter.com/1eCtvhYPlW
— Mario Nawfal (@MarioNawfal) August 27, 2024
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় এই রোগের প্রকোপ দেখা দেওয়ার পর দু বছরের মধ্যে দ্বিতীয় বার এমপক্সে জনস্বাস্থ্য ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল ডব্লিউ এইচ ও। ইতিমধ্যেই পাকিস্তানের এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স এর কেস পাওয়া গেছে।