নয়াদিল্লি: পাকিস্তানের বর্তমান অবনতিশীল অর্থনৈতিক অবস্থার কথা অজানা নয়। প্রতিদিন অন্য দেশের দিকে হাত বাড়িয়ে দেন। পাকিস্তান তার ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বাঁচাতে অনেক দেশের থেকে সাহায্য চেয়েছিল। এরপর গত জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ- IMF) দেশটিকে সাহায্য করতে তিন বিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ ঘোষণা করে। এতে সে দেশের মানুষের মুখে আনন্দ ফুটে ওঠে। তবে এবার এই সাহায্য নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এক বিদেশি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকার সঙ্গে গোপন চুক্তিতে পাকিস্তান এই সাহায্য পেয়েছে।
আমেরিকান একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আইএমএফ থেকে প্রাপ্ত বেলআউট প্যাকেজে কিছু কঠোর শর্ত রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের শুরুতে গোপন অস্ত্র কেনার বিনিময়ে পাকিস্তানের জন্য আইএমএফ (IMF) বেলআউট প্যাকেজের জন্য একটি চুক্তি করেছে। এই চুক্তিটি ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহের উদ্দেশ্য সম্পর্কিত ছিল।
দেখুন টুইট
Secret Pakistani arms sale to US helped facilitate IMF bailout: Report
Read @ANI Story | https://t.co/MjNvK2IJUQ#US #Pakistan #Arms #IMF pic.twitter.com/enIIThk6Z1
— ANI Digital (@ani_digital) September 18, 2023
ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের আগ্রাসী নিরপেক্ষ অবস্থানে ইমরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের কাছে বিরক্তি প্রকাশ করেছিলেন বলে দাবি করা হয়। পাকিস্তান ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রের উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। ইউক্রেন বর্তমানে যুদ্ধাস্ত্র এবং হার্ডওয়্যারের দীর্ঘস্থায়ী ঘাটতিতে ভুগছে। এই পরিস্থিতিতে ইউক্রেন সেনাবাহিনীর পাকিস্তানে তৈরি শেল ও অন্যান্য অস্ত্র ব্যবহারের তথ্য বেশ কয়েকবার সামনে এসেছে। ফাঁস হওয়া কিছু নথি অনুযায়ী, ২০২২ সাল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকা ও পাকিস্তানের মধ্যে অস্ত্র বিক্রির চুক্তি হয়। তবে আমেরিকা বা পাকিস্তান কেউই এই চুক্তির কথা প্রকাশ করেনি।