Plastics 9Photo Credit: Pixabay)

দিল্লি, ২৩ অগাস্ট: গোটা বিশ্ব জুড়ে যে হারে প্লাস্টিকের (Plastics) ব্যবহার চলছে, তাতে প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা। প্লাস্টিকের বিশ্বব্যাপী ব্যবহারের ফলে মাইক্রোপ্লাস্টিকের (Microplastics ) যে নিঃসরণ হচ্ছে, তা  মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। হাওয়া, মাটি, খাদ্য এমনকি মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেও এই ক্ষুদ্র প্লাস্টিকের কণা রয়েছে বলে জানান গবেষকরা। মাইক্রোপ্লাস্টিকগুলি মানুষের স্বাস্থ্যের চরম ক্ষতি করছে বলে মনে করেন গবেষকরা। প্লাস্টিকের জেরে মানব শরীরের এই ক্ষতি যে কতটা মারাত্মক,তা নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা।

দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন অনুসারে সামনে আসে, মাইক্রোপ্লাস্টিকের কণা মস্তিষ্ক সহ মানব দেহের একাধিক অঙ্গে জমা হচ্ছে। গবেষকরা প্লাস্টিক দূষণে লাগাম টানতে আরও জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গোটা বিশ্ব জুড়ে।

সম্প্রতি এ বিষয়ে যে গবেষণা সামনে আসে, তাতে দেখা যায় মানুষের  ফুসফুস, প্ল্যাসেন্টাস, প্রজনন অঙ্গ, লিভার, কিডনি, হাঁটু এবং কনুইয়ের জয়েন্ট, রক্তনালী এবং অস্থি মজ্জাতে প্লাস্টিকের ক্ষুদ্র অংশ জমা হচ্ছে এবং তার দাগ সনাক্ত করা গিয়েছে। ফলে প্লাস্টিক ব্যবহারে মানুষকে আরও সতর্ক হতে হবে বলে মনে করছেন গবেষকরা।