Pak PM Shehbaz Sharif (Photo Credit: Facebook)

জনপ্রিয়  তথ্য়মূলক ওয়েবসাইট উইকিপিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান। ওয়েবসাইটিকে বেশ কিছুদিন আগেই আপত্তিমূলক তথ্য তুলে নেওয়ার আবেদন জানানো হয়। তবে সেই আপত্তিতে কর্নপাত না করায় এই ওয়েবসাইটটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফ্রেবরুয়ারীর ১ তারিখে পাকিস্তান টেলিকমিউনিকেশন দফতরের তরফে এই ধরনের আপত্তিমূলক তথ্য তুলে নেওয়ার আবেদন জানানো হয় উইকিপিডিয়াকে। সেই নির্দেশ না  মানায় বেশ কিছু দিন পরেই তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ফেব্রুয়ারীর ৬ তারিখে এই বিষয়টি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নজরে আনা হয়। তিনি এই বিষয়টি দেখার জন্য একটি প্রাথমিকভাবে কমিটি গড়ার কথা জানান। সেই কমিটির রিপোর্ট আসার পরেই শাহবাজ শরিফ উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন।

যদিও বিষয়টিকে আরও ভালো ভাবে নজরে রাখার জন্য একটি ক্যাবিনেট কমিটিও গঠন করেছেন বলে জিও নিউজ সূত্রে খবর। কমিটির তরফে জানানো হয়েছে কোন কিছু আপত্তিমূলক তথ্যের জন্য সম্পূর্ণ একটি ওয়েবসাইট বন্ধ করা যেতে পারে না। পুরোপুরি বন্ধ হয়ে গেলে এর সুবিধা থেকে বঞ্চিত হতে হবে বলে জানানো হযেছে কমিটির তরফে। উইকিপিডিয়াকে ওপেন সোর্স নলেজ ওয়েবসাইট হিসেবে বর্ননা করা হয়। যেখান থেকে বহু তথ্য সাধারন মানুষের কাজে লাগে।তাই এই নিষেধাজ্ঞা যে মোটেই সুখকর হবে তা জেনেই ফের ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের।