বিস্ময় বালক কৃষ অরোরা (Krish Arora), মাত্র ১০ বছর বয়সে নিজের বুদ্ধিতে সে হারিয়েছে তাবড় তাবড় লোকজনদের। তাঁর বুদ্ধিমত্তা টেক্কা দিচ্ছে আলবার্ট আইনস্টাইন (Albert Einstein), স্টিফেন হকিংকে (Stephen Hawking)। হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কিশোর কৃষের আইকিউ লেভেল ১৬২। সেখানে আইনস্টাইনের আইকিউ ১৬০। এই অসামান্য প্রতিভাসমন্ন কিশোর গণিত থেকে সঙ্গীত সকল ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী। বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ১ শতাংশ মানুষের মধ্যে নাম উঠল কৃষ আরোরার (Krish Arora)।
১০ বছরের কৃষকে 'মানব ক্যালকুলেটর' বললেও বোধ হয় কম হবে। মুখে মুখেই টপাটপ অঙ্ক করে সে। বয়সের সঙ্গে সঙ্গে তড়তড়িয়ে বেড়েছে তাঁর বুদ্ধির বয়স। বয়স অনুসারে প্রাইমারি স্কুলে পড়ে সে। কিন্তু প্রাইমারি ক্লাসের পড়াশোনা তাঁর ভালো লাগে না। দশমিকের অঙ্ক সে করে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে। সাধারণ যোগ বিয়োগ নয় বরং কৃষের ভালো লাগে বীজগণিত করতে।
গণিতের পাশাপাশি গানেও রয়েছে তাঁর বিপুল ঝোঁক। পিয়ানো বাজানোর চারটি ধাপ কৃষ শিখেছিল মাত্র ৬ মাসে। যা শিখতে যে কারুর বছরের পর বছর সময় লেগে যায়। পিয়ানো বাজিয়ে জিতেছে অর্জুন পুরস্কার। দাবা খেলা নিয়েও চর্চা চালাচ্ছে সে। নিজের দাবার মাস্টারকে নিমেষে হারিয়ে দেয় কৃষ। তাই কৃষকে এবার দাবার প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
কৃষের বাবা-মা দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার। তাঁদের খুদে ছেলে যে আর পাঁচজন সাধারণ কিশোরের মত নয় তা অনেক আগেই বুঝে গিয়েছিলেন কৃষের বাবা-মা। মাত্র চার বছর বয়সে তিন ঘণ্টার মধ্যে গোটা অঙ্কের বই শেষ করে দিয়েছিল কৃষ। এরপর কৃষ যখন তৃতীয় শ্রেণিতে পড়ে একদিন বসে বসে গোটা বছরের হোমওয়ার্ক করে ফেলেছিল সে।