S Jaishankar (Photo Credit: Instagram)

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: ভারতের (India) বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বাংলাদেশ (Bangladesh) করছে,তা একেবারে 'হাস্যকর'। বাংলাদেশে যা হচ্ছে,তার জন্য সব সময় ভারতের বিরুদ্ধাচারণ করায়, তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশে যা হচ্ছে, তার জন্য সব সময় সে দেশের অন্তবর্তীকালীন সরকার যেভাবে ভারতের বিরুদ্ধে আঙুল তুলছে, তা অত্যন্ত হাস্যকর।

বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বর্তমানে বন্ধুত্বের সম্পর্ক ভারতের। তবে প্রত্যেকদিন সকালে উঠে যদি কেউ বারংবার নিজেদের দেশে যা হচ্ছে,তার জন্য সব সময় ভারতকে দোষারোপ করে, তাহলে এর বিরুদ্ধে যে কোনও সিদ্ধান্ত একদিন না একদিন নেওয়া হতেই পারে। প্রত্যেকদিন সকালে উঠে যা হচ্ছে, তার জন্য দোষারোপ ভারতের বিরুদ্ধে করা একেবারেই বালখিল্য এবং হাস্যকর বলে মন্তব্য করেন জয়শঙ্কর।

এসবের পাশাপাশি ১৯৭১ সাল থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। পাকিস্তানের (Pakistan) হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে ওই সময় মুক্তি বাহিনীকে  তৎকালীন ভারত সরকার যেভাবে সাহায্য করেছিল, সেই প্রসঙ্গেরও উল্লেখ করেন জয়শঙ্কর।

সবকিছু মিলিয়ে বাংলাদেশের বর্তমান অন্তবর্তী সরকার যেভাবে প্রায় প্রত্যহ ভারতের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে,তা যে দিল্লি একেবারেই ভালভাবে নিচ্ছে না, তা স্পষ্ট করে দেন জয়শঙ্কর।