দলের একাংশের চাপে মার্কিন প্রেসিডেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন (Joe Biden)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা অবস্থা থেকেই এই বড় ঘোষণা করেছেন বাইডেন। এরপরই জল্পনা শুরু হয়ে বার্ধক্যের চাপে নুইয়ে পড়া বাইডেন এবার প্রেসিডেন্ট পদও ছাড়বেন। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই গদি ছাড়বেন বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সমর্থকরা জোর দিয়ে এমন দাবি করতে থাকেন। কিন্তু নভেম্বরে নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের দায়িত্ব আসা পর্যন্ত পুরো মেয়াদই তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে ৮১ বছরের ট্রাম্প জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়া বার্তায় বাইডেন জানিয়েছেন, " আমরা হলাম আমেরিকান। আমরা ঐক্যবদ্ধ হলে কোনও কাজই আমাদের কাছে অসাধ্য নয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা কারা। "আমি আমার প্রেসিডেন্সিকে এটা প্রমাণের জন্য উৎসর্গ করেছি যে আজ, কাল, এবং যে কোনো দিনে আমি আপনাদের প্রেসিডেন্ট হওয়ার সম্মান পেয়েছি, আমি তা অব্যাহত রাখব।"
দেখুন খবরটি
We are the United States of America – there's nothing we can't do if we do it together.
We just have to remember who we are.
I’ve dedicated my presidency to proving that, and I'll continue to do so today, tomorrow, and every day that I have the honor of being your president.
— President Biden (@POTUS) July 22, 2024
এদিকে, ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রাট প্রার্থী হিসেবে বাইডেনের সহকারী কমল হ্যারিসের নামই ক্রমশ জোরালো হচ্ছে। বাইডেন সহ অন্তত ৫০০ জন বড় ডেমোক্রাট নেতা কমলাকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। যদিও প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিচেল ওবামার নামও ডেমোক্রাট প্রার্থী হিসেবে ভাসছে।