Eden Curator Sujan Mukherjee and KKR Coach Chandrakant Pandit (Photo Credit: KKR Fan Page/ X)

KKR Pitch Curator Controversy: ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পিচ কিউরেটর সুজন মুখার্জি (Sujan Mukherjee) সম্প্রতি ফ্যানস এবং ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে বেশ সমালোচনার শিকার হয়েছেন। তিনি আসলে বলেছিলেন যে উইকেটের প্রস্তুতির ক্ষেত্রে কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে শর্ত দেবে না। এই নিয়ে অনেক জলঘোলা হওয়ার পর আজ কিছু মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে এই বিষয়ে পিচ কিউরেটর নিজের দিকটি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) স্পিনের জন্য ভালো ট্র্যাক প্রস্তুত করার অনুরোধ অস্বীকার করেননি। তিনি জানিয়েছেন যে ম্যানেজমেন্ট এবং কেকেআর (KKR) মালিকদের সাথে ভাল সম্পর্ক রয়েছে। কলকাতায় আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে কেকেআর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে হেরে যাওয়ার পরে থেকে এই ঘটনার সুত্রপাত। হারের পর ইডেন গার্ডেন্সে স্পিনের জন্য পিচে বোলারদের সাহায্য করতে পারে এরকম সহায়তা ইচ্ছা প্রকাশ করেন অধিনায়ক রাহানে। Ishan Kishan Trolls Mohammad Rizwan: পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়ে চরম খিল্লি ইশান কিষাণের

কেকেআরের ইডেন পিচ বিতর্কে মন্তব্য কিউরেটারের

এক্ষেত্রে কেকেআর অধিনায়ক রাহানের কথাই যথার্থ। সুনীল নারিন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) স্পিন জুটি আইপিএলে অন্যান্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে। তবে ইডেনের পিচ কিউরেটর কেকেআর স্পিনারদের উইকেটে আরও ভাল বোলিং করতে বলেছিলেন। RevSportz-এর সঙ্গে কথা বলার সময় সুজন বলেন যে আরসিবির স্পিনাররা ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। আসলে, ক্রুনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন এবং প্রাক্তন কেকেআর তারকা সুয়াশ শর্মা সেদিন আরসিবির হয়ে তিন স্পিনার ছিলেন। যেখানে ক্রুনাল ৩টি ও সুয়াশ আন্দ্রে রাসেলের উইকেট নেন। কেকেআরের স্পিনারদের পারফরম্যান্স নিয়েও কটাক্ষ করে তিনি সর্বত্র শিরোনামে আসেন এবং কেকেআর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা শুরু করে। ম্যাচের প্রায় এক সপ্তাহ পরও সেই রেষ না কমলে এখন সুজন বলেছেন যে তিনি কখনই কোনও অনুরোধ প্রত্যাখ্যান করেননি, কারণ কোনও কর্মকর্তা বা কেকেআর খেলোয়াড় আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে কোনও নির্দিষ্ট প্রয়োজনের কথা জিজ্ঞাসা করেননি।