Vijay Diwas Celebration in Bangladesh (Photo Credits: ANI)

প্রতি বছরের মত বাংলাদেশে (Bangladesh) উদযাপিত হল বিজয় দিবস (Vijay Diwas 2024)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফেলে গণঅভ্যুত্থানের পর প্রথমবার বিজয় দিবস পালিত হল ঢাকায় (Dhaka)।

মহান বিজয় দিবস (Vijay Diwas) উপলক্ষ্যে এদিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি ৩১ বার গান স্যালুট প্রদর্শন করা হয়। বিজয় দিবসে বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন ইউনূস। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। বিজয় দিবসে শহীদ সেনাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের (Pakistan) প্রায় ৯৩ হাজার সেনা। মুক্তিযুদ্ধের এই রক্তক্ষয়ী ইতিহাসকে স্মরণীয় করে রাখতে সেই থেকে প্রতি বছর ১৬ ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।