Photo Credit ANI

গ্রীসের ইতিহাসে সবথেকে বড় ধরনের উদ্ধারকার্য শুরু হয়েছে দ্বীপ শহর রোডস আইল্যান্ডে। গত মঙ্গলবার থেকে জ্বলছে গ্রাসের পর্যটকদের কাছে অতি পরিচিত এই দ্বীপ। আগুনের গ্রাসে চলে গিয়েছে বনাঞ্চল। আগুনের দহন এতটাই তীব্র যে পায়ে হেটে হোটেল ছাড়তে বাধ্য হয়েছে অনেক পর্যটক।

অত্যাধিক গরমের কারণেই এই দাবানল হয়েছে বলে জানা গেছে।  গ্রীসের সরকারের তরফে এটিকে সবথেকে বড় উদ্ধারকার্য হিসেবে বর্ণনা করা হয়েছে কেননা স্থানীয় লোকজন এবং পর্যটক মিলিয়ে প্রায় ১৬ হাজার মানুষকে বের করে আনার কাজ শুরু করেছে গ্রীস। সমুদ্র এলাকা থেকে ৩ হাজার মানুষকে উদ্ধারকার্যে নেমেছে গ্রীসের প্রশাসন।

গ্রীসের কাওটারি এবং লারডোস এলাকা দুটি আগুন লাগার অঞ্চল থেকে বেশি দূরে নয়।লিন্ডোস এলাকাটি আর্কিওলজিক্যাল এলাকা হওযার কারণে আগুনের জেরে ক্ষতি হতে পারে এইসব এলাকার।তাই আগে থেকেই আগুন যাতে ছড়াতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।

পর্যটকরা বিপদের সময় যাতে দ্রুত এলাকা ছাড়তে পারেন সেইভাবে পর্যটকদের থাকার জায়গা সহ আরও অন্যান্য জিনিসগুলি নিরাপদ দুরত্বে তৈরি করা হয়েছে।