এবার বিশ্বকে মশা মুক্ত করবে গুগল!‌

৭ মে,২০১৯: মশাই (Mosquito)যত নষ্টের মূল। ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া সব মারণ রোগের মূলে এই মশা। সব আবহাওয়াতেই এরা ভীষণ ভাবে সক্রিয়। বিশেষ করে ভারতের মতো গ্রীষ্ম প্রধান দেশ তো মশাকর উৎপাতে নাজেহাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর ১০ লাখেরও বেশি মৃত্যুর কারণ মশা। বিশ্বের প্রতিটি দেশের চরম উদ্বেগের কারণ এই ক্ষুদ্র প্রাণী নির্মূল করতে এবার ময়দানে নামতে চলছে গুগল।

সম্প্রতি মশা নির্মূল করার একটি অদ্ভুত পরিকল্পনায় ঠিক করা হয়েছে, মশার আরও প্রজনন ঘটাতে হবে। গুগলের অন্যতম উপাদান (Google's parent compant) আলফাবেট (Alphabet) সম্প্রতি এমন আজব কর্মপদ্ধতিই ঠিক করছে।

০১৭ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেস্নোতে মশার বংশ ধ্বংশ করার জন্য একটি প্রকল্প শুরু করেছিল। আলফাবেট পরিচালিত পরিচালিত একটি প্রতিষ্ঠা ২‘ডিবাগ প্রজেক্ট' (Debug Project) নামের এই প্রকল্প শুরু করেন। সেখানে গবেষণাগারে একটি বিশেষ রকমের পুরুষ মশার উৎপাদন করা হয়। যারা ওলবাখিয়া (Wolbachia) নামের ব্যাকটেরিয়ায় সংক্রামিত। স্ত্রী মশার শরীরে এই পুরুষ মশাগুলি মারফত বন্ধ্যাত্য তৈরি করে ব্যাক্টিরাগুলি। এই প্রদ্ধতির সাহায্য ক্যালিফোর্নিয়ার ফ্রেস্নোতে ৯৫ শতাংশ মশার বংশবৃদ্ধি হ্রাস করতে সক্ষম হয়েছিল গবেষকরা। এই পদ্ধতির প্রচারের জন্য গুগলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছে ডিবাগ।