US-Iran Tensions May Aid Pakistan Get Off FATF Grey List: বন্ধু চিনের সৌজন্যতা, এফটিফের ধূসর তালিকা থেকে আগামী মাসেই মু্ক্ত হাতে পারে পাকিস্তান
পাকিস্তানের জাতীয় পতাকা (Photo Credit: Pixabay)

নতুন দিল্লি, ২৪ জানুয়ারি: এই মুহূর্তে পাকিস্তান এফএটিএফ-এর (FATF) ধূসর তালিকায় (Grey List) রয়েছে। এই তালিকায় থাকা মানে, এফটিএফ মনে করছে আর্থিক অপরাধ বা জঙ্গিদের অর্থসাহায্য বন্ধ করতে না পারার কারণে সে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এফএটিএফ সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য রুখতে ২৭ টি শর্ত দিয়েছিল পাকিস্তানকে। তার মধ্যে মাত্র পাঁচটি পূরণ করতে পেরেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি তালিবান ও ইরান তাসে আমেরিকাকে পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে খবর মিলেছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর থেকে সীমান্ত ও আন্তর্জাতিক কূটনীতি, এই দুই দিক থেকেই আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য কার্যত মরিয়া ইসলামাবাদ। এফএটিএফে-এর প্যারিসের বৈঠকে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হলেই তারা সবদিক থেকেই কোণঠাসা হয়ে পড়বে ইসলামাবাদ।

সাউথ ব্লকের কর্তারা এমনটা আশা করলেও বাস্তবা তা না হওয়ার সম্ভাবনাই প্রবল। তার কারণ, ধূসর তালিকা থেকে বেরতে গেলে ৩৯টি ভোটের মধ্যে পাকিস্তানের প্রয়োজন ১২টি ভোট। সূত্রের খবর, প্যারিসের ওই বৈঠকে পাকিস্তান পাশে পেতে চলেছে তার চিরকালীন ‘বন্ধু’ দেশ চিনকে, পাশাপাশি মালয়েশিয়া ও তুরস্কের সমর্থনও রয়েছে। পশ্চিমের বেশ কয়েকটি দেশও পাকিস্তানকে সমর্থন করতে তৈরি হয়ে আছে। আরও পড়ুন-Indian Embassy In Beijing Cancels Republic Day Ceremony: করোনা ভাইরাসের থাবা, বেজিংয়ের ভারতীয় দূতাবাসে বাতিল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

উল্লেখ্য এর আগে ইরান, উত্তর কোরিয়াকে কালো তালিকায় ফেলেছে এফএটিএপ। পাকিস্তানকে ধূসর তালিকায় ফেলা হয় ২০১৮ সালের জুন মাসের বৈঠকে। পাকিস্তান ধূসর তালিকায় থেকে গেলে, ভবিষ্যতে আইএমএফ, রাষ্ট্রপুঞ্জ বা ইওরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা কমবে। এফএটিএফ গত অক্টোবরের প্যারিস অধিবেশনেই স্পষ্ট জানিয়েছিল, পাকিস্তানকে চার মাসে দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য বন্ধ করতে হবে। সেটা না করতে পারলে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানের নাম উঠবে কালো তালিকায়।