বেজিং, ৯ জানুয়ারি: যত দিন গড়াচ্ছে, তত বাড়ছে চিনে (China) করোনা সংক্রমণ। করোনায় (Corona) মৃত্যু নিয়ে চিন সঠিক তথ্য প্রকাশ করছে না। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এভাবেই আশঙ্কা প্রকাশ করা হয়। চিনের কোভিড পরিস্থিতি নিয়ে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আশঙ্কা প্রকাশ করা হয়, সেই সময় প্রকাশ্যে আরও একটি নয়া রিপোর্ট। যে রিপোর্টে দাবি করা হয় চিনের অন্যতম জনবহুল শহর হেনান প্রদেশে ৯০ শতাংশ মানুষ করোনার কবলে। এএফপির রিপোর্ট অনুযায়ী এমন একটি রিপর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। চিনের হেনান প্রদেশের স্বাস্থ্য আধিকারিকের তরফে এমন রিপোর্ট প্রকাশ্যে আসে।
চিনে জিরো কোভিড (COVID 19) পলিসি নিয়ে সম্প্রতি জোর বিক্ষোভ শুরু হয়। জিরো কোভিড পলিসির জেরে চিনের বেশিরভাগ মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেই সময় প্রত্যাহার করা হয় কড়াকড়ি। জিরো কোভিড পলিসি প্রত্যাহার করতেই, ফের বেজিং-সহ একাধিক প্রদেশে ফের করোনার বাড়বাড়ন্ত শুরু হয়ে যায়।
আরও পড়ুন: COVID 19: তথ্য গোপণ, করোনা পরিস্থিতিতে চিনের মানুষের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ হু-এর
এরপরই চিনের করোনা পরিস্থিতি নিয়ে একের পর এক আশঙ্কার খবর ছড়াতে শুরু করে গোটা বিশ্ব জুড়ে।