প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: জলবায়ু পরিবর্তনের কারণে চিনে (China) এবছর তাপমাত্রা রেকর্ড গড়ল। সে দেশের সংবাদ সংস্থা সূত্রে খবর জুলাই মাসে সবচেয়ে উষ্ণ ছিল চিন। বৃহস্পতিবার রিপোর্টে বলা হয়েছে জুলাই মাসে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। সরকারি তথ্য অনুসারে, ১৯৬১ সালের পর চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত চিনের গড় তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছেছে। গত মাসে গড় তাপমাত্রা ছিল ২৩.২১ ডিগ্রি সেলসিয়াস (৭৩.৭৮ ডিগ্রি ফারেনহাইট)।

চিনে জলবায়ু পরিবর্তনের হার বৈশ্বিক গড় পরিবর্তনের চেয়ে দ্রুত বাড়ছে। সম্প্রতি চিনের আবহাওয়া দফতর সতর্ক করেছে, ৩০ বছরের মধ্যে চিনের সর্বোচ্চ তাপমাত্রা ১.৭ থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস (৩-৫ ফারেনহাইট) পর্যন্ত বাড়তে পারে। দেশটিতে কার্বনের হার বেশি থাকার জন্য ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও খারাপ হতে পারে। কার্বনের পরিমাণ যদি দিন দিন বাড়তেই থাকে তবে চিনে প্রতি পঞ্চাশ বছরে একবার করে চরম তাপজনিত ঘটনা ঘটবে। এভাবে চলতে চলতে বিষয়টি প্রতি বছরেই এসে ঠেকবে বলে জানিয়েছে। চিনের সিসিটিভি প্রতিবেদনে অনুসারে, গুইঝো এবং ইউনান প্রদেশে, তারপরে হুনান, জিয়াংজি এবং ঝেজিয়াং-এ তাপমাত্রা ছিল সর্বোচ্চ।

এদিকে চিনের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত। দুর্যোগে গত ৯ জুন থেকে এ পর্যন্ত অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং চিনের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র। সেখানে ১২ কোটি ৭০ লাখ মানুষের বসবাস। এই অঞ্চলটি প্রায় প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্যার কবলে পড়ে। চলতি বছর সেখানে ভয়াবহ বন্যা হচ্ছে।