বেইজিংয়ের আবহাওয়া বিভাগ বুধবার জানিয়েছে, ১৪০ বছর আগের রেকর্ড ভাঙার পর চীনের রাজধানীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের কোটি কোটি মানুষ চরম আবহাওয়ার ঘটনা এবং দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহের শিকার হয়েছে। বেজিং আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়ের সময় রেকর্ড সর্বোচ্চ ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এর আগে ১৮৯১ সালে রেকর্ড বৃষ্টিপাত ছিল ৬০৯ মিলিমিটার। বেজিং-এ ভারী বর্ষণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এক ডজনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যার উৎসস্থল বুধবার পার্শ্ববর্তী হেবেই প্রদেশে সরে গেছে। Plane Crash On Road Video: ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বিমান, ভয়াবহ ভিডিয়ো
500m of rain fell in just 24hrs in Beijing, China triggering intense flash flooding that swept away bridges, roadways and cars.
This is the planet on 1.2ºC of fossil fuelled heating.
Do we really want to find out what comes next, or are we ready to take BOLD #ClimateActionNow? pic.twitter.com/R40iLdX8uU
— Greenpeace Canada (@GreenpeaceCA) July 31, 2023
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আঘাত হানার পর গত সপ্তাহে চীনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন 'ডোকসুরি'। গত শনিবার থেকে রাজধানীসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মাত্র ৪০ ঘণ্টার মধ্যে রেকর্ড করা পরিমাণ পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতের কাছাকাছি ছিল। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত সপ্তাহে সতর্ক করে বলেছে, চীনের উত্তরাঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের কারণে ১৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। উপকূলীয় বেজিং ও এর আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। রাজধানী ও পার্শ্ববর্তী হেবেই প্রদেশে ৯ লক্ষ ৭৪ হাজার ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আর পশ্চিম দিকে, শানসি প্রদেশে আরও ৪২,২১১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
Deadly rains that pummelled China's capital in recent days were the heaviest since records began 140 years ago, the city's weather service says.
The largest volume previously recorded was in 1891https://t.co/lr3hbjxvkP pic.twitter.com/81eWuzmg1f
— AFP News Agency (@AFP) August 2, 2023