Afghanistan: ক্ষমতায় এসেই কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে বরখাস্ত তালিবানের, ইস্তফা ৭০ অধ্যাপকের
Taliban (Photo Credit: File Photo)

কাবুল, ২৩ সেপ্টেম্বর: ঐতিহ্যশালী কাবুল বিশ্ববিদ্যালয়ের (Kabul University) সম্মানহানি হয়েছে৷ এমনই অভিযোগ করে পরপর ৭০ জন অধ্যাপক কাবুল বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে থেকে ইস্তফা দেন৷ যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে গোটা আফগানিস্তান (Afghanistan) জুড়ে৷

রিপোর্টে প্রকাশ, ক্ষমতায় আসার পর কাবুল (Kabul) বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার উপাচার্য মহম্মদ ওসমান বাবুরিকে বরখাস্ত করে তালিবান (Taliban)৷ মহম্মদ ওসমান বাবুরির জায়গায় নিয়ে আসা হয় মহম্মদ আশরফ ঘইরতকে৷ বাবুরির বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদ করেই কাবুল বিশ্ববিদ্যালয় থেকে পরপর ৭০ জন অধ্যাপক ইস্তফা দেন৷

আরও পড়ুন: Kareena Kapoor Khan: মালদ্বীপে কালো বিকিনিতে করিনা, ভাইরাল ছবি

কাবুল বিশ্ববিদ্যালয় থেকে বাবুরির মতো একজন শিক্ষাবিদকে সরিয়ে কীভাবে মহম্মদ আশরফ ঘইরতকে নিয়ে আসা হয়, তা নিয়ে সামাজিক মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়ে যায়৷ গত বছর এক সাংবাদিক যখন তালিবানের হাতে খুন হন, সেই ঘটনার সাফাই দিয়ে ঘইতরকে টুইট করতে দেখা যায়৷ কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বহাল হওয়ার পর ঘইতরের তালিবান ঘনিষ্ঠতা নিয়ে সরব বিরোধীরা৷ পাশাপাশি ঘইতরের ওই পুরনো টুইট নিয়েও শুরু হয়েছে চর্চা৷ একজন পিএইচডি ডিগ্রিধারী উপাচার্যকে সরিয়ে কীভাবে ঘইতরের মতো সাধারণ মানের শিক্ষা আধাকারিককে ওই পদে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই৷

খাম্মা প্রেস নিউজ এজেন্সির সূত্রে খবর, বাবুরিকে সরিয়ে ঘইতরের নিয়োগ নিয়ে তালিবানে নেতৃত্বের কেউ কেউ সমালোচনা শুরু করেছেন৷ প্রসঙ্গত তালিবান ক্ষমতায় আসার পর সম্প্রতি দেশের মাদ্রাসা এবং স্কুলগুলি খুলতে শুরু করেছে৷ তবে সেখানে ছাত্রদের সঙ্গে ছাত্রীদের পড়াশোনার অধিকার দেওয়া হয়নি বলে খবর৷