Kareena Kapoor Khan: মালদ্বীপে কালো বিকিনিতে করিনা, ভাইরাল ছবি
kareena Kapoor Khan (Photo Credit: kareena Kapoor Khan/Instagram)

মুম্বই, ২৩ সেপ্টেম্বর: জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপে (Maldives) সময় কাটাচ্ছেন করিনা কাপুর খান (kareena Kapoor Khan)৷ সইফ আলি খান এবং দুই সন্তানকে নিয়ে সমুদ্র ঘেরা পরিবেশে দিন কাটাচ্ছেন বেবো৷ মালদ্বীপে গিয়ে এবার সেখান থেকে নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী৷ যেখানে কালো রঙের ক্রিস ক্রস বিকিনি টপে দেখা যায় করিনা কাপুর খানকে৷ নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলের স্টোরিতে সেই ছবিও শেয়ার করেন বেবো৷

দেখুন কী ছবি শেয়ার করলেন করিনা...

সম্প্রতি ৪১-এ পড়লেন করিনা কাপুর খান৷ ৪১ বছরের জন্মদিনের আগে সইফের সঙ্গে মালদ্বীপে পাড়ি দেন অভিনেত্রী৷ শিগগিরই মুক্তি পাবে করিনা কাপুর খানের লাল সিং চাড্ডা৷ ওই সিনেমায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি৷ লাল সিং চাড্ডার কাজ সেরে মালদ্বীপে উড়ে যান অভিনেত্রী৷

আরও পড়ুন: Katrina Kaif: ক্যাটরিনার নাম শুনলে হাসি থামতেই চায় না, কী বললেন বিকি কৌশলের ভাই সানি

করিনার পাশাপাশি সইফ আলি খানও ভূত পুলিশের প্রমোশন সেরে তবেই পরিবারের সঙ্গে মালদ্বীপে উড়ে যান৷