কলকাতায় বৃষ্টি (Photo Credit: Facebook)

কলকাতা, ২ মে:  ধেয়ে আসছে ঝড়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যজুড়ে ব্যপক ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দুপুরের পর থেকেই আকাশ মেঘলা হয়ে আসে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবেশী ২২ মিলিমিটার। আরও পড়ুন: Mamata Banerjee: 'এভাবে কথা বলতে পারেন না', জগদীপ ধনখড়কে কড় চিঠি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 

কলকাতা, হুগলি এবং হাওড়া-সহ একাধিক জেলায় কালবৈশাখী শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মালদাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার সকালে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ শক্তি বাড়াবে। যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ আন্দামান সাগর থেকে আন্দামান সাগরের দিকে ক্রমশ ঘুরে যাচ্ছে নিম্নচাপটি।