West Bengal Rain: লক্ষ্মীপুজোর আগে ফের বৃষ্টি, ৩ দিন ভিজবে দক্ষিণবঙ্গ
Rain, Representational Image (Photo Credits: File Photo)

কলকাতা, ১৮ অক্টোবর: দক্ষিণ-পূর্ব আরব সাগরে কেরালা উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে, অন্যটির অবস্থান অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার উপরে। এই দুই নিম্নচাপের প্রভাবে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ পূর্ব হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রতিদিন বাড়ছে হু হু করে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর জেরেই রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। দুর্গাপুজো ভালোয় ভালোয় কেটে গেলেও লক্ষ্মীপুজোর আগেভাগে এমন বৃষ্টিতে (West Bengal Rain) বেশ বিপাকে রাজ্যবাসী। সোমবার দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওয়া ও হুগলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আরও পড়ন-Kulgam Terrorists Attack: কাশ্মীরের কুলগামে শ্রমিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি জঙ্গিদের, মৃত ২

আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবারেও আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা নেই। এদিন বৃষ্টি আরও বাড়বে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর শুধু নয়, এদিন পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও। জলপাইগুড়ি, কোচবিহারও বাদ পড়বে না। বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলগুলিতে এদিন ভারী বষ্টিপাত হতে পারে। দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।