কুলগাম, ১৭ অক্টোবর: ফের কাশ্মীরে (Kashmir) সাধারণ নাগরিকদের উপরে জঙ্গি হামলা। আজ সন্ধেয় কুলগামের (Kulgam) ওয়ানপো এলাকায় কয়েকজন শ্রমিকের উপর নির্বিচারে গুলি চালায় (Terrorists)। ২ শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ জন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। মৃতদের নাম রাজা রেশি দেব ও যোগীন্দর রেশি দেব। আহতের নাম চুনচুন রেশি দেব। এরা সবাই বিহারের বাসিন্দা। কাজের সূত্রে তাঁরা কাশ্মীরে গিয়েছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, জঙ্গিরা কুলগামের গঞ্জিপোরা গ্রামে শ্রমিকদের বাসায় ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই ২ জনের মৃত্যু হয়। এরপর এলাকায় গা ঢাকা দেয় জঙ্গিরা। আরও পড়ুন: Kerala Rain: নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা, ভূমিধসে ২১ জনের মৃত্যু
ANI-র টুইট:
J&K: Two non-local labourers killed and one injured after being fired upon by terrorists at Wanpoh area of Kulgam. Police & Security Forces cordoned off the area. Details awaited. pic.twitter.com/52H4vgOFCe
— ANI (@ANI) October 17, 2021
শনিবার উপত্যকায় বিহারের বাসিন্দা এক হকার ও এক ছুতোরকে জঙ্গিরা গুলি করে হত্যা করে। এনিয়ে গত কয়েকদিনে কাশ্মীরে ১১ জন সাধারণ নাগরিককে হত্যা করল জঙ্গিরা।