তিরুবনন্তপুরম, ১৭ অক্টোবর: প্রবল বৃষ্টিতে (Rain) বেহাল কেরালা (Kerala)। দক্ষিণী রাজ্যের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। কোট্টায়াম এবং ইডুক্কি জেলায় ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। কোট্টায়ামে ১৩ জনের মৃত্যু হয়েছে। ইডুক্কিতে মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ মাঝে মাঝেই ব্যাহত হচ্ছে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত। পাঠানমথিত্তা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইডুক্কি, ত্রিশুরে রেড অ্যালার্ট (Red Alert) ও তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পলক্কাদ, মালাপ্পুরাম, কোঝিকোড এবং ওয়ানাডে অরেঞ্জ অ্যালার্ট (Orange alert) জারি করা হয়েছে। আজ ও আগামীকাল শবরীমালা মন্দিরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ভক্তদের।
ইতিমধ্যেই উদ্ধারে নেমে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেনা (Indian Army) ও বায়ুসেনা উদ্ধারে হাত লাগিয়েছে। বন্যা কবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে এয়ারলিফ্ট করা হচ্ছে। বন্যা বিপর্যস্ত এলাকায় ভারতীয় সেনার ৩০ সদস্যের একটি দলকে পাঠানো হয়েছে। আরও দলকে তৈরি থাকতে বলা হয়েছে। আরও পড়ুন: Petrol-Diesel Prices Today: আজও বাড়ল দাম, জানুন পেট্রল ও ডিজেলের আজকের দাম
#WATCH | Kerala: NDRF team conducts rescue operation in Kokkayar, Idukki where landslide occurred yesterday pic.twitter.com/icTNMxsGhV
— ANI (@ANI) October 17, 2021
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ববনা রয়েছে। এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে, আজ সকালে কেরালার অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমেছে। রাত পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। নতুন করে অন্য কোনও এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।