নতুন দিল্লি, ১৭ অক্টোবর: এনিয়ে টানা চারদিন বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। রবিবার দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। আজ দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা করে বেড়েছে। রাজধানীতে লিটার প্রতি পেট্রলের নতুন দাম ১০৫ টাকা ৮৪ পয়সা, আর ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৫৭ পয়সা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ পয়সা ও ৩৭ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রলের নতুন দাম ১১১ টাকা ৭৭ পয়সা, অন্যদিকে ডিজেলের দাম ১০২ টাকা ৫ পয়সা।
কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম হয়েছে ১০৬ টাকা ৪৩ পয়সা ও ৯৭ টাকা ৬৮ পয়সা। চেন্নাইতে, পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৩ টাকা ১ পয়সা ও ৯৮ টাকা ৯২ পয়সা। আরও পড়ুন: West Bengal Wether Update: মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
Prices of petrol and diesel rise by Re 0.35 (at Rs 105.84/litre) and Re 0.35 (at Rs 94.57/litre) respectively in Delhi today
In Mumbai, petrol is priced at Rs 111.77/litre (up by Re 0.34) and diesel costs Rs 102.52/litre (up by Re 0.37) today pic.twitter.com/cNqotF9rqA
— ANI (@ANI) October 17, 2021
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে।