কলকাতা, ২৬ জুন: শুরু আছে শেষ নেই। ক্রমাগত বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। দাম বাড়তে বাড়তে মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে, তবুও বেড়েই চলেছে। মুম্বইয়ে গত ২৯ জুন ১০০ ছুঁয়েছিল পেট্রল। মাসখানেক পর বাকি ৩টি মেট্রো শহরেও ১০০ ছুঁতে চলেছে পেট্রলের দাম। হু হু করে দাম বাড়ছে ডিজেলেরও। রাজধানী দিল্লি থেকে শর কলকাতা জ্বালানির আগুন দামে জ্বলছে আম জনতার পকেট।
দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ক্রমাগত দাম বাড়িয়েই চলেছে। মাস দেড়েক ধরে ক্রমে বেড়ে চলা মূল্যবৃদ্ধি নিয়ে এখনও নির্বিকার কেন্দ্র সরকার। আজ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ছুঁয়েছে লিটার প্রতি ৯৮ টাকা ১১ পয়সা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৮ টাকা ৬৫ পয়সা। একই অবস্থা কলকাতাতেও। কলকাতায় আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম ৯১ টাকা ৫০ পয়সা প্রতি লিটার। মুম্বইতে আজ ১০৪ টাকা ২২ পয়সা প্রতি লিটারে বিক্রি হচ্ছে পেট্রল, ডিজেল ৯৬ টাকা ১৬ পয়সায়। এদিকে, চেন্নাইতে ৯৭ টাকা ৯৭ পয়সায় বিক্রি হচ্ছে লিটার প্রতি পেট্রল, ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯৩ টাকা ২৩ পয়সায়। আরও পড়ুন, করদাতাদের স্বস্তি, বাড়ল আধারের সঙ্গে প্যান লিঙ্কের সময়সীমা
জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে দাম বাড়ছে বাজারদরেও। বাজারে সব্জির দাম আগুন। লকডাউনে কেউ কাজ হারিয়েছে তো কারও সেভাবে অর্থ উপার্জনই হচ্ছে না। সংসারের টানাটানির মধ্যে ক্রমে দাম বেড়ে চলেছে জ্বালানির। মধ্যবিত্ত, নিম্নবিত্তের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। এই ভোগান্তির মধ্যে স্বাচ্ছন্দে জীবনযাপন যেন কোনও এক রূপকথার গল্প হয়ে দাঁড়াচ্ছে।