নয়াদিল্লিঃ ফের মুম্বই (Mumbai) থেকে গ্রেফতার বাংলাদেশী (Bangladeshi National) অনুপ্রবেশকারী। শনিবার, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport)থেকে গ্রেফতার এক যুবক। তাঁর থেকে উদ্ধার হয়েছে নকল পাসপোর্ট-সহ (Passport) বেশকিছু নকল নথি। বিমানবন্দর সূত্রে খবর,ওই যুবকের নাম মহম্মদ শামিম। এদিন ভারত থেকে বাংলাদেশ যাচ্ছিলেন ওই যুবক। কিন্তু সে যাত্রা সম্পন্ন হয়নি। বিমানবন্দরে ইমিগ্রেশনেই ধরা পড়ে যান তিনি।
নকল নথির জোরে দীর্ঘদিন ভারতে বাস।, গেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী
জানা গিয়েছে, শামিমের থেকে যে পাসপোর্ট উদ্ধার হয়েছে তাতে লেখা ছিল, তিনি গুজরাটের বাসিন্দা। তাঁর কাছে বাংলাদেশের ভিসা ছিল। ইমিগ্রেশনের সময় বেশকিছু প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তিনি। আর এতেই সন্দেহ হয় ইমিগ্রেশন অফিসারদের। এরপর তাঁকে আলাদাভাবে জেরা করা হলে সব সত্যি বেড়িয়ে আসে। জেরায় সমস্ত কথা স্বীকার করেন তিনি। তদন্তকারী অফিসারদের তিনি জানান, তিনি বাংলাদেশী। নকল নথি বানিয়ে দীর্ঘদিন ভারতের গুজরাটে থাকছিলেন। মাঝে মাঝেই বাংলাদেশ যেতেন। এবারও সেখানেই যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু হাতেনাতে ধরা পড়েন তিনি। ইতিমধ্যেই শামিম নামে ওই যুবককে মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
চোরাপথে ভারতে অনুপ্রবেশ, মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতাঁর বাংলাদেশী যুবক
Mumbai: Bangladeshi National With Fake Indian Passport Arrested at Chhatrapati Shivaji Maharaj International Airporthttps://t.co/4UD3per6kS#Mumbai #Bangladeshi #FakePassport
— LatestLY (@latestly) April 12, 2025