ওয়াকফ বিরোধী প্রতিবাদে বাংলার বিভিন্ন জেলায় অশান্তি ছড়িয়েছে। বিশেষ করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে মুর্শিদাবাদ। বিক্ষোভকারী ও পুলিশে খণ্ডযুদ্ধে আহত হয়েছেন অনেকে। সুতি, ফারাক্কা, সারশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বোমা গুলি চলছে। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধীরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সকলেই এই নিয়ে প্রতিবাদ করছেন। অন্যদিকে রাজ্যের এই অশান্ত পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল

বোস বলেন, বাংলার কিছু অংশে লোক আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। গনতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ হোক, কিন্তু প্রতিবাদের নামে হিংসা ছড়ানো বন্ধ করা উচিত। আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করা যাবে না এবং সাধারণ মানুষের জীবন নষ্ট করা যাবে না। যাঁরা অশান্তি ছড়াচ্ছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।

দেখুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য

আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজ্যপালের কড়া বার্তা

রাজ্যপাল আরও বলেন, বাংলার যে যে অংশে অশান্তি হয়েছে সেখানে শান্তি শৃঙ্খলা অবিলম্বে ফিরিয়ে আনা উচিত। রাজ্যের মুখ্যসচিব আশ্বস্ত করেছেন যে তিনি অশান্তি বাড়তে দেবে না। কাউকে আইন নিজের হাতে তুলতে দেওয়া যাবে না। বাংলা শান্তির জায়গা। এখানে অশান্তির কোনও জায়গা নেই।