Nil Sasthi Wishes (Photo Credit: File image)

Nil Sasthi: চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী (Nil Sasthi 2025) । অনেকে একে নীলের পুজোও বলেন। নীল ষষ্ঠীতে শিবের উপাসনা করা হয়, শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত রাখেন মায়েরা। নির্জলা উপবাস থেকে শিবের উপসনা করে সন্তানের জন্য মঙ্গলকামনা করেন।

সন্তানের প্রতি মায়ের এই ত্যাগ আসলে একে অপরের সম্পর্কগুলোকে আরও একরকমভাবে নিবিড় করার বহিঃপ্রকাশ বলা চলে। আপনার মা যদি আজ এই তীব্র গরমের মধ্যেও আপনার জন্য নির্জলা উপবাস রাখেন তাহলে মাকে ভালোবাসা জানান, তাঁর শরীরের যত্নের দিকে খেয়াল রাখুন। আপনার জন্য মায়ের যে ত্যাগ তার জন্য মন থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। পাশাপাশি আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন নীল পূজার শুভেচ্ছা বার্তা।

Nil Sasthi Wishes (Photo Credit: File image)

 

Nil Sasthi Wishes (Photo Credit: File image)

 

Nil Sasthi Wishes (Photo Credit: File image)

 

Nil Sasthi Wishes (Photo Credit: File image)