National Girl Child Day 2021: বাংলায় ৬৯ লাখেরও বেশি মেয়ে 'কন্যাশ্রী'র সুবিধা পেয়েছে, ‘জাতীয় শিশু কন্যা দিবসে’ টুইট মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: Facebook/elections.in)

কলকাতা, ২৪ জানুয়ারি: বাংলায় ৬৯ লাখেরও বেশি মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে। আজ ‘জাতীয় শিশু কন্যা দিবসে’ টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন, "আজ ‘জাতীয় শিশু কন্যা দিবস’। বাংলায় কন্যাশ্রী প্রকল্প মেয়েদের ক্ষমতায়িত করেছে। কন্যাশ্রী প্রকল্প ২০১৭ সালে রাষ্ট্রসংঘের জনসেবাতে প্রথম মর্যাদায় ভূষিত হয়েছিল। এই প্রকল্পের অধীনে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার জন্য ৬৯ লাখেরও বেশি মেয়েকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।"

ভারতে প্রতি বছর ২৪ জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়। ২০০৮ সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই দিনটি পালন করার উদ্যোগ নিয়েছিল। উদ্দেশ্য হল আমাদের সমাজে মেয়েদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা। আরও পড়ুন: Subhas Chandra Bose Jayanti 2021: নেতাজির ওপর কোনও মালিকানাধীন অধিকার নেই সুগত বসুর: তথাগত রায়

কন্য়াশ্রী প্রকল্প কী?

১৮ বছরের নীচে যাতে মেয়েদের বিবাহ না হয় সেই দিকে লক্ষ্য‌ রেখে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে। গরিব ঘরের মেয়েদের যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ না হয় তা দেখাও এই প্রকল্পের লক্ষ্য‌। এই প্রকল্প থেকে বছরে এক বার পাঁচশো টাকা করে বৃত্তি পাওয়া যাবে। ১৮ বছর পর্যন্ত বিয়ে না করে থাকলে ও পড়াশোনা চালিয়ে গেলে এককালীন অনুদান পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে।