কলকাতা, ১৮ মে: নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্তে শেষ দফার নির্বাচনের ২০ ঘণ্টা আগেই, শুক্রবার নির্বাচনী প্রচার শেষ হয়েছে। তা নিয়ে কমিশনকে প্রকাশ্যেই কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। কমিশন কাজ করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ-র অঙ্গুলিহেলনে, এমন অভিযোগও করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এবার রবিবার শেষ দফার ভোটের ঠিক আগে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠালেন মমতা ব্যানার্জি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখলেন পক্ষপাতহীন, শান্তিপূর্ণ ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া ভোট শেষ করার।
রবিবার শেষ দফা ভোটেরআগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে কমিশন। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে রাজীব কুমারকে। কলকাতায় অমিত শাহের রোড শো-র অনুমোদন দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তাঁর অভিযোগ ছিল,গত মঙ্গলবার ১৪৪ ধারা ভেঙে অমিত শাহকে রোড শো করার অনুমতি দিয়েছিলেন কমিশন নিযুক্ত কলকাতার নতুন কমিশনার। আর এসবে ক্ষুব্ধ মমতা ব্যানার্জি ক্ষোভ উগড়ে দিলেন চিঠিতে।
একেবারে শেষের পথে ২০১৯ লোকসভা নির্বাচন। সাত দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019)-এর 'দশমী' কাল, ১৯ মে, রবিবার। শেষ দফার নির্বাচনের জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আগের দফাগুলো থেকে শিক্ষা নিয়ে বাহিনী মোতায়েন নিয়ে আরও সতর্ক কমিশন। অমিত শাহ-র সভায় অশান্তি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, ২০ ঘণ্টা আগেই ভোটপ্রচার শেষের মত ঘটনায় রাজ্যে চাপা উত্তেজনা আছে। আর তাই কলকাতা ও কলকাতা লাগোয়া কেন্দ্রগুলির ভোটে অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে সপ্তম তথা শেষ দফায় নির্বাচন। কলকাতা (Kolkata) , দক্ষিণ চব্বিশ গরগণা (South 24 parganas) ও উত্তর চব্বিশ পরগণা (North 24 parganas)-য় ভোট হবে। যে 9টি লোকসভা কেন্দ্রে সপ্তম তথা শেষ দফায় ভোট হবে- দমদম (Dumdum), বারাসত (Barasat), বসিরহাট (Basirhat), জয়নগর (Joynagar), মথুরাপুর (Mathurapur), ডায়মন্ডহারবার (Diamond Harbour), যাদবপুর (Jadavpur), কলকাতা দক্ষিণ (Kolkata South), কলকাতা উত্তর (Kolkata North) লোকসভা কেন্দ্রে।