বেলেঘাটা ৩৩ পল্লি ক্লাবের ক্যাচ লাইন। (Photo Credits: Facebook)

কলকাতা, ৭ অক্টোবর: Durga Puja Azaan Row: বেলেঘাটা ৩৩ পল্লিবাসী বৃন্দ-র 'ধর্মনিরপেক্ষ'থিমে আজান বাজানো হচ্ছে। এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। 'আমরা এক, একা নই', এই স্লোগানে ধর্মনিরপেক্ষ বাংলার কথা তুলে ধরা হয়েছে বেলেঘাটার এই পুজোতে। সেই থিমকে তুলে ধরতে হিন্দু মন্ত্র উচ্চারণের সঙ্গেই মণ্ডপে চালানো হয় 'আজান' ও 'প্রেয়ার'। প্যান্ডেলে মন্দির-মসজিদ-গির্জার আদলে তুলে ধরা হয়। বেলেঘাটার এই দুর্গাপুজোর প্য়ান্ডেলে আজান চলছে এমন ভিডিও ভাইরাল হতেই পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শান্তনু সিনহা নামের এক স্থানীয় আইনজীবী বেলেঘাটা ৩৩ পল্লি দুর্গাপুজোর আয়োজকদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আরও পড়ুন-ট্রেনে কাটা পড়ে মৃত ভিখারির ব্যাঙ্কে জমা ৮.৭৫ লক্ষ টাকা! ঝোলা থেকে মিলল ১.৭৫ লক্ষ টাকার কয়েনও

বেলেঘাটা ৩৩ পল্লি ক্লাবের মোট ১০ জন পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আইনজীবী শান্তনু সিং জানান, ''ভিডিওতে দুর্গার প্যান্ডেলে আজান বাজতে দেখে আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।''

বেলেঘাটা ৩৩ পল্লিবাসী বৃন্দ-র উদ্যোক্তারা, ' দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'কে জানান, ' দুর্গাপুজোয় আজান বাজানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত। এই বিষয়ে নিয়ে অকারণে রাজনীতি করছে কেউ কেউ। সমাজে ধর্মনিরপেক্ষ বার্তার ছড়িয়ে দেওয়ার জন্যই এই থিম ভাবা হয়েছিল। আমাদের থিম, 'আমরা এক, একা নই।' আর তা বোঝাতেই গির্জা, মসজিদের প্রতীকও ব্যবহার করা হয়েছে। দর্শনার্থীদের থিম সম্পর্কে জানাতে মণ্ডপে একটি ভিডিয়ে চালানো হচ্ছে। তবে কিছু মানুষ খ্রিস্টানদের উদ্দেশে বার্তা উপেক্ষা করে, কেবল ঊর্দুতে দেওয়া বার্তা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে।'