Keshpur MLA COVID19 Positive: করোনায় আক্রান্ত কেশপুরের বিধায়ক শিউলি সাহা
Representational Image (Photo Credits: Pixabay)

কলকাতা, ১২ অক্টোবর: রাজ্যে একের পর এক নেতা-মন্ত্রীরা করোনায় আক্রান্ত হয়ে চলেছেন। এবার করোনাতে আক্রান্ত হলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Shiuli Saha)৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েকদিন আগে শরীরে সামান্য জ্বর থাকায় ওষুধ খেয়ে ঠিক ছিলেন৷ পরে ৯ অক্টোবর তিনি পশ্চিম মেদিনীপুরের আয়ুষ হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়েছিলেন৷

রবিবার রাতে তাঁর করোনা পজিটিভি রিপোর্ট আসে৷ একইসঙ্গে নমুনা দেওয়া হয়েছিল তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তীকর্মীর৷ সকলেরই করোনা পজিটিভ ধরা পড়েছে৷ আপাতত শিউলি সাহা কলকাতায় নিজের বাড়িতে হোম আইশলেশনে রয়েছেন৷ তবে চিন্তা বাড়িয়েছে অনেকের, কারণ ৬ অক্টোবরে মুখ্যমন্ত্রীর সভাতে অংশ নিয়েছিলেন শিউলি সাহা, পরে ৯ অক্টোবরে নমুনা পরীক্ষা করতে দিয়ে সোজা মেদিনীপুর শহরে ফেডারেশন হলে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন৷ যেখানে প্রায় ৪৫ মিনিট ধরে সাংবাদিক সম্মেলন হয়েছে৷ হলভর্তি লোকের সঙ্গে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি সহ অনেক নেতা৷ ফলে সকলেই সংক্রমিত হওয়ার আশঙ্কায় নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আরও পড়ুন, রাজ্যে করোনা টেস্টের খরচ কমিয়ে ১৫০০ টাকা, ঘোষণা মুখ্যসচিবের; বাড়তে থাকা সংক্রমণে মাস্ক পরার বার্তা মুখ্যমন্ত্রীর

রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬১২ জন মানুষ। মৃত্যুও হয়েছে নতুন করে ৫৯ জনের। তবে আশার আলো এটাই, রাজ্যে এখনও সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬-এ পৌঁছে গিয়েছে।