গঙ্গারাজুকে বাধা দিতে গেলে সে তার মেয়ে এবং বছর ২৩-এর ভাইজিকে খুন করে। ৩ জনকে খুনের পর থানায় হাজির হয় গঙ্গারাজু। খবর পেয়ে পুলিশ অবাক হয়ে যায়। এরপর পুলিশ গিয়ে গঙ্গারাজুর ভাড়ার বাড়ি থেকে ৩ জনের দেহ উদ্ধার করে। সেই সঙ্গে গ্রেফতার করে গঙ্গারাজু নামে ওই মাঝ বয়সী ব্যক্তিকে।
...