Photo Credits: ANI

আইপিএস পদ থেকে ইস্তফা দিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি এখন রায়গঞ্জের আইজি পদে কর্মরত। সম্প্রতি তিনি নবান্নে স্বেচ্ছাবসরের আর্জি পাঠিয়েছিলেন। সেটি মঞ্জুর হয়েছে বলে খবর। মেয়াদ শেষের আগেই স্বেচ্ছাবসর নিয়ে প্রসূন এবার তৃণমূলের হয়ে আসন্ন লোকসভা ভোটে দাঁড়াতে পারেন। বালুরঘাটে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসেবে আমলা প্রসূণ বন্দ্য়োপাধ্যায়ের নাম আগামিকাল, রবিবার দলের ব্রিগেড সমাবেশে ঘোষণা করতে পারেন মমতা। অন্তত এমনটাই জল্পনা ।

গত লোকসভা ভোটে ৩৩ হাজার ভোটে তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সময় সাংসদ থাকা অর্পিতার হারের পিছনে দলীয় কোন্দল দায়ি ছিল। বালুরঘাট লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রকে মধ্যে ২০২১ নির্বাচনের নিরিখে চারটিতে লিড আছে তৃণমূলের। দিদির দলের এগিয়ে থাকা কেন্দ্রগুলি হল-১) ইটাহার, ২) কুশমুন্ডি, ৩) কুমারগঞ্জ ও ৪) হরিরামপুর। আর বালুরঘাট লোকসভায় বিজেপি যে বিধানসভা আসনে এগিয়ে ছিল সেগুলি হল-১) বালুরঘাট, ২) তপন ও ৩) গঙ্গারামপুর।

তৃণমূলে যে চারটি বিধানসভায় জিতেছিল সেগুলির মধ্যে তিনটিতে জয়ের ব্যবধান অনেকটা ছিল। সেখানে তপন (সংরক্ষিত) ও গঙ্গারামপুরে বিজেপির জয়ী প্রার্থীর ব্যবধান খুব বেশী ছিল না। ফলে বালুরঘাটে এবার সুকান্তকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল। তবে বিজেপি গত ৬ মাসে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জমি শক্ত করতে পেরেছে বলে দাবি একাংশের।