Black Magic, Representational Image (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু, ২২ জানুয়ারি: চাকরি (Job) যাওয়ার পর অফিসের গেটের সামনে কালো যাদু (Black Magic) করছেন কর্মীরা? শুনতে অবাক লাগলেও কর্ণাটকের বেল্লারিতে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে কর্ণাটক (Karnataka) মিল্ক ফেডারেশনের অফিস থেকে বেশ কয়েকজন কর্মীর চাকরি যাওয়ার পর, অফিসের গেটের বাইরে রহস্যজনক কোনও কর্মকাণ্ড করতে পারেন তাঁরা। শুধু তাই নয়, অফিসের গেটের সামনে লাল সিদূঁর, কালো পুতুল, লেবু, কুমড়ো এসব ছড়ানো ছিল। সেই সঙ্গে একটি কলসির চারপাশে সুতো বেধে, নারকেল নিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র করা হয় বলে মনে করা হয়। যা দেখে অনুমান, চাকরি যাওয়ার পর এক বা তার বেশি কর্মী অফিসের গেটের সামনে বসে কালো যাদু শুরু করেন।

বিষয়টি নিয়ে হইচই শুরু হলে, এরপর অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। যেখানে নিরাপত্তারক্ষীদের হাজিরাতেই কালো যাদু করতে পুজোপাট হয় বলে অনুমান। তবে সেখানে কোনও কর্মীকে বা অন্য ব্যক্তিকে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে কর্ণাটক মিল্ক ফেডারেশনের কর্তারা জানান, তাঁদের সংস্থা বর্তমানে আর্থিক দুর্দশায় ভুগছে। ফলে সংস্থা থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বাছাইয়ের পর্বে ৫০ জনকে সনাক্ত করা হয়। জানা যায়, ওই ৫০ জনকে চাকরি থেকে বিরতি দেওয়া হবে। এরপরই অফিসের গেটের সামনে বসে কালো যাদু করতে দেখা যায় বলে প্রত্যেকের প্রাথমিক অনুমান।