নয়াদিল্লিঃ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শিল্পপতি গৌতম আদানির(Gautam Adani) পুত্র জিৎ আদানি। আগামী ৭ ফেব্রুয়ারি সম্পন্ন হবে শুভ অনুষ্ঠান। তবে অন্যান্য শিল্পপতিদের পথে হেঁটে ছেলের বিয়েতে এলাহি আয়োজন করছে না আদানি পরিবার। অত্যন্ত সাধারণ ভাবেই হবে ছেলের বিয়ে মহাকুম্ভ থেকে সাফ জানালেন গৌতম আদানি। সম্প্রতি শোনা গিয়েছল আদানিদের ছেলের বিয়ের আসর মাতাতে নাকি ভারতে আসছেন পপ গায়িকা টেলর সুইফট। শুধু তাই নয় আসতে পারেন ইলন মাস্ক কান পাতলেই শোনা যাচ্ছিল এমন গুঞ্জনও। তবে সে সব জল্পনা উড়িয়ে গৌতম আদানি জানান, অত্যন্ত সাধারণভাবে বিয়ে হতে চলেছে ছেলের।
আদানি পুত্রের বিয়েতে কী কী চমক রয়েছে?
মহাকুম্ভে দাঁড়িয়ে এদিন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “আমার বেড়ে ওঠা ও কাজকর্ম খেটে খাওয়া মানুষদের মতোই। বিয়ে খুব সাধারণভাবে পারিবারিক অনুষ্ঠানের মতোই হবে। জিত আমার সঙ্গে তাই মা গঙ্গার আশীর্বাদ নিতে এসেছে।” প্রসঙ্গত, সুরাটের হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে দিভা শাহের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আদানি পুত্র। ২০২৩ সালের মার্চ মাসে সম্পন্ন হয়েছে বাগদান অনুষ্ঠান। বিয়ের আসরও বসবে আহমেদাবাদেই, এমনটাই সূত্রের খবর।
আদানি পূত্রের বিয়েতে কি আসছেন টেলর সুইফট?
Gautam Adani has dismissed rumours of Taylor Swift performing at his younger son Jeet Adani’s wedding next month. Contrary to speculation, however, the wedding will be a simple and traditional affair, he said.
More details here: https://t.co/OOmFHu59or pic.twitter.com/gGkqMHRSRE
— Hindustan Times (@htTweets) January 22, 2025