কলকাতা ট্রাফিক পুলিশ (Photo Credits: flickr)

কলকাতা, ১ সেপ্টেম্বর: Motor Vehicles (Amendment) Bill বিপুল পরিমাণ দুর্ঘটনা এড়াতে পুজোর আগে কড়া হল ট্রাফিক আইন ব্যবস্থা। আজ ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন মোটর ভেহিকল আইন (Motor Vehicles (Amendment) Bill, 2019)। ট্রাফিক ব্যবস্থা সুরক্ষিত করতে কড়াকড়ি করা হয়েছে এই আইন। জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে।

দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই বিলে:

আরও পড়ুন,  শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি- তৃণমূল সংঘর্ষ, অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর

১. হেলমেট ছাড়া বাইক চালালে আগে ১০০ থেকে ৩০০ টাকা জরিমানা হতো এখন তা বেড়ে হলো ৫০০ থেকে ১৫০০ টাকা।

২. দুই চাকার গাড়িতে ২ জনের বেশি বসলে আগে ১০০ টাকা জরিমানা হতো এখন করা হল ৫০০ টাকা।

৩. নাবালক বা নাবালিকা গাড়ি চালালে বাতিল হবে তার রেজিস্ট্রেশন সঙ্গে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানাও করা হবে।

৪. 'পলিউশন সার্টিফিকেট' আগে তার জন্য ১০০ টাকা জরিমানা করা হতো, এখন তা হয়েছে ৫০০ টাকা।

৫. লাইসেন্স সঙ্গে না নিয়ে গাড়ি চালালে জরিমানা হবে ৫০০ টাকার জায়গায় ৫০০০ টাকা।

৬. গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে ৫০০০ টাকা জরিমানা হবে আগে হত ১০০০ টাকা।

৭. বিপজ্জনকভাবে গাড়ি চালালে ১০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা হবে।

৮. ট্রাফিক আইন ভেঙে উল্টো দিক থেকে গাড়ি নিয়ে আসলে ৫০০০ টাকা জরিমানা হবে।

৯. গাড়ি চালানোর সময় সিট বেল্ট না বাঁধলে ১০০০ টাকা জরিমানা হবে।

১০. ট্রাফিক সিগন্যাল ভেঙে গাড়ি চালালে হবে ১০, ০০০ টাকা পর্যন্ত।

এছাড়াও অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িকে জায়গা না দিলে ১০, ০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।